বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ের উপরে মতবিনিময় সভা আজ ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এই সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা তথ্য অফিসার আহসান কবির বিষয়ের উপরে প্রাথমিক ধারণামূলক বক্তব্য উপস্থাপন করেন। পরে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বক্তব্য রাখেন।
বিশ্বজুড়ে হাঁটি হাঁটি পা করে এগিয়ে আসছে ৪র্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপট। এই শিল্প বিপ্লবের সাথে তাল মিলানোর জন্য বাংলাদেশের অগ্রগতিকে ধরে রাখতে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছে এবং ২০৪১ সালের মধ্যে শিল্প বিপ্লবের সাথে দেশকে অন্তর্ভূক্ত করার জন্য মেশিনারি, বিদ্যুতায়ন, প্রডাকশন ও প্রতিষ্ঠানিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে নিখুঁতভাবে দ্রুতগতিতে দক্ষতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সরকার গ্রাম পর্যায়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে ৪র্থ শিল্পবিপ্লবের ধকল সামলানোর উপযোগী স্মার্ট ও দক্ষ মানুষ গড়ার জন্যই এই স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নেমেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।