প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শনিবার টেলিভিশন শিল্পীদের সংগঠন অ্যাক্টরস গিল্ডের ইক্যুইটি দিবস অনুষ্ঠিত হয়। গাজীপুরের কালীগঞ্জের উলুখোলার একটি রিসোর্টে এ দিবস উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাটক থেকে গুণেমানে, সংলাপে ও অভিনয়ে আমাদের নাটক অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক বেশি ভালো অভিনয় করে। অভিনয় নিয়ন্ত্রণের বিষয় নয়। আমরা শিল্পীরা কালো আইন থেকে মুক্ত। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে ও অভিনয় শিল্পী রনক হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল ইসলাম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ ও তারিক রহমান খান। শিল্পীরা বলেন, আমাদের শিল্পীদের একটি অ্যাক্টরস স্কুল নেই, এটি খুবই প্রয়োজন। আজকাল ইউটিউবে অবাধে অপসংস্কৃতি চলছে। আমাদের এ অপসংস্কৃতি দূর করতে হবে। এগুলো নিয়ন্ত্রণ না করলে আমাদের রুচির দুর্ভিক্ষ ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। দিনব্যাপী নাটক ও চলচ্চিত্রের ৫ শতাধিক অভিনয় শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।