প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
![img_img-1739648032](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678194283_01-Daily-Inqilab.jpg)
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন। শুটিং ছাড়া বাসা থেকে বের হন না। বাসায় ইসলাম বিষয়ক পড়াশোনা করেন। এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ইনস্টাগ্রামে পোস্ট দেন। এ নিয়ে তাকে বেশ কটাক্ষের শিকার হতে হয়। সাম্প্রতি ভুয়া টিকটক আইডি নিয়ে তিনি বেশ বিভ্রতকর পরিস্থিতিতে রয়েছেন। ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে প্রভা নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছিলেন, আমি আপনাদের কাছে সাহায্য চাইবো। টিকটক প্ল্যাটফর্মে আমার কোনো আইডি নেই। আমার নামে যেসব টিকটক আইডি আপনারা ফলো করছেন, সেগুলোর কোনোটাই আমার না। তাই আপনার যদি সত্যিকার আমার ভালো চান, শুভাকাক্সক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দিন। প্রভা এসব ভুয়া টিকটক আইডি নিয়ে খুবই মানসিক কষ্টের মধ্যে আছেন। গত শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পোস্ট করা এক লেখায় তা ফুটে উঠেছে। তিনি লিখেছেন, মানুষের অভিশাপ, বদ দুআ, নিঃশব্দে দুই ফোটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে থেকে ভারি দীর্ঘশ্বাসÑ খুবই ভয়াবহ জিনিস। আল্লাহর দরবারে যদি একটা বদ দুআ কবুল হয়ে যায়, যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।