Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবের মোহনপুর ইউপি‘র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে এক ডজন মনোনয়নপত্র জমা

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে এক ডজন( ১২জন) মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মতলব উত্তর উপজেলার কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মোহনপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন , কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন কাজী, কাজী আবু জাফর, মোঃ বদিউল আলম, আবু হানিফ অভি, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, শরিফ মাহমুদ সায়েম, ফয়সাল আহমেদ, রেজাউল করিম, হাবিবুর রহমান তপাদার ৷

উল্লেখ্য,আগামী ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান পদে মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ