Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুতর অসুস্থ চলচ্চিত্র নৃত্যপরিচালক মাসুম বাবুল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

অনেক দিন ধরেই ক্যানসারে ভুগছেন চলচ্চিত্রের প্রথিতযশা নৃত্যপরিচালক মাসুম বাবুল। ভারতে চিকিৎসা নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও আবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন অবনতির দিকে। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাসুম বাবুল তার ৩৫বছরের ক্যারিয়ারে নৃত্যপরিচালক হিসেবে তিনবার (দোলা, কি যাদু করিলা, একটি সিনেমার গল্প) জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশী টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা। উল্লেখ্য, মাসুম বাবুল শুরুতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নৃত্যপরিচালনা শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ