Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব জল্পনার অবসান, এপ্রিলেই ‘লাভ ম্যারেজ’ অঙ্কুশ-ঐন্দ্রিলার

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

দর্শকের কথা রাখলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। নববর্ষেই ‘লাভ ম্যারেজ’-এর ঘোষণা করলেন তাঁরা। বিয়ে তো হচ্ছেই। তবে শুধুমাত্র বিয়েই হচ্ছে না, একেবারে ঘটা করে ‘লাভ ম্যারেজ’ হচ্ছে। কারণ, দু’জনেই লাভ ম্যারেজে বিশ্বাসী। একটি সংবাদ মাধ্যমে এসে ভ্যালেন্টাইন ডে’র দিনেই মনের কথা খুলে বললেন তাঁরা। শনিবার থেকে লাগাতার বিতর্ক চলছিল। অঙ্কুশের একটা পোস্ট ঘিরে চারিদিকে সকলে প্রশ্ন করতে শুরু করেছিলেন। কী এমন হল, কেন বিয়ে করবেন না তাঁরা? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন এই পয়লা বৈশাখে তাঁদের ভালোবাসা ফুটে উঠবে বড়পর্দায়। দর্শকের দরবারে একেবারে সপরিবারে পৌঁছে যাবেন তাঁরা। সুরিন্দর ফিল্মের ব্যানারে প্রেমেন্দ্র বিকাশ চাকীর সিনেমা ‘লাভ ম্যারেজ’। ভালোবাসার দিনে তারই ট্রেলার সামনে এল। কিন্তু জানেন কি এ ছবিতে পাত্রের বাবার সঙ্গে পাত্রীর মায়ের প্রেম! আর তাতেই নাকি সমাজে মুখ দেখানো দায় হয়েছে তাঁদের। একদিকে যখন ছেলে-মেয়েদের বিয়ের সময় হয়ে গিয়েছে তখন হঠাৎই প্রেমে পড়েছেন তাঁদের দু’পক্ষের বাবা-মা। লজ্জায় তাঁদের প্রাণ যায়। অঙ্কুশ-ঐন্দ্রিলা বাদেও পর্দায় দেখা যাচ্ছে রঞ্জিত মল্লিক-অপরাজিতা আঢ্যকে। যাঁরা সিনেমায় সম্পর্কে পাত্র-পাত্রীর বাবা-মা। হঠাৎ তাঁদের প্রেমের কথা জানতে পেরে বেকায়দায় পড়েছে গোটা পরিবার। এবার তারা খানিক সমস্যায়ও পড়েছে। প্রেম করে বিয়ে নাকি বিয়ে করে প্রেম। কোনটা বেছে নেবে তাই নিয়ে চরম দোটানায়। তবে প্রেমটা কতটা মাখো মাখো হল, বাব-মায়ের বিয়েটাও কি সফল হবে, এটা জানার জন্য আপাতত বাংলা নববর্ষ পর্যন্ত আপাতত অপেক্ষা করতেই হবে সকলকে। এ তো গেল পর্দার প্রেমের গল্প। একযুগ পার করে গিয়েছেন তাঁদের সম্পর্ক। ভ্যালেন্টাইন ডে-র জন্য বিশেষ উপহারে আজ আর তাঁরা তেমন বিশ্বাসী নন, বরং ঐন্দ্রিলা-অঙ্কুশ দু’জনেই তাঁদের জীবনে প্রেমের ক্ষেত্রেও একে অপরের প্রতি বিশ্বাসেই বেশি জোর দিলেন। এর ট্রেলার লঞ্চের মধ্যে দিয়ে আপাতত বুঝিয়ে দিয়েছেন তাঁদের বিয়ে খানিক দেরিতে হলেও, আপাতত লাভ ম্যারেজেই মজে আছেন তাঁরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ