Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেশিন গান কেলির দেয়া বাগদানের আংটি খুলে ফেলেছেন মেগান ফক্স

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

মেশিন গান কেলির সঙ্গে সম্ভাব্য ছাড়াছাড়ি নিয়ে সম্প্রতি সংবাদ শিরোনামে স্থান পেয়েছেন। কেলির সঙ্গে তার সব ছবি মুছে ফেরার পর অ্যাকাউন্ট বাতিল করার পর এসব গুজবের জন্ম হয়। ২০২২-এর জানুয়ারিতে এই দুই তারকার বাগদান হয়েছিল। তাদের ছাড়াছাড়ির গুজব রটার পর সুপার বোল উইকএন্ডে তাদের ছবি প্রকাশিত হয় যাতে মেগান ক্যাপশন দেন : ‘অসততার স্বাদ পাওয়া যায়/ তোমার নিশ্বাসে তা প্রকাশ্য।’ পিপল সাময়িকীর এক প্রতিবেদনে এক সূত্র উদ্ধৃতি : ‘মেগান খুব মর্মাহত। গত সপ্তাহান্তে তাদের ঝগড়া হবার পর থেকে মেগান মেশিন গান কেলির সঙ্গে কথা বলা বন্ধ রেখেছেন।’ এরপর মেগানকে বাগদানের আংটি ছাড়া দেখা যায় তাতে গুজব আরর ছড়িয়ে পড়ে। সূত্র এই প্রসঙ্গে বলেছে, ‘তারা বাগদান ভাঙেনি , তবে মেগান আংটি খুলে রেখেছে। এমন আগেও ঘটেছে তবে মনে হচ্ছে এবার পরিস্থিতি গুরুতর।’ কথা ছিল গায়ক সুপার বোলে মে.গা.কে’র পারফরম্যান্স দেখবেন মেগান তবে শেষ মুহূর্তে তা বাতিল করেন। সূত্র বলেছে, ‘এমজিকে’র পারফর্ম্যান্স দেখার কথা থাকলেও তাদের মাঝে তর্কাতর্কির পর মেগান শেষ মিনিটে তা বাতিল করেন।’ তাদের মাঝে সম্পর্কের এটাই ইতি কীনা তা কয়েক দিনের মধ্যে জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ