Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল দেশব্যাপী মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা মুখোশ মানুষ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আগামীকাল মুক্তি পাচ্ছে বছরের শেষ সিনেমা মুখোশ মানুষ। ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় সিনেমাটি নির্মিত হয়েছে সাইবার ক্রাইমের ওপর থ্রিলারধর্মী গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন, নওশীন, হিল্লোল, কল্যাণ কোরাইয়া, প্রসূন আজাদ, লামিয়া মিমো, মাহমুদুল ইসলাম মিঠু, রাইজা রশিদ প্রমুখ। ডিজি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গনে বেশ আলোচনার সূত্রপাত হয়েছে। বুকিং এজেন্টদের মধ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে। অনেক সিনেমা হলে সিনেমাটির চাহিদা থাকলেও প্রযোজনা সংস্থা ২৫ থেকে ৩০টির বেশি সিনেমা হলে মুক্তি দিতে চাচ্ছে না। প্রযোজনা সংস্থার মতে, সিনেমাটি নিয়ে যেহেতু প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে, তাই এর ধারাবাহিকতা ধরে রাখতে পর্যায়ক্রমে সব সিনেমা হলে মুক্তি দেয়া হবে। তাদের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো সাইবার ক্রাইম নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এর মাধ্যমে দর্শক যেমন একটি বিনোদনমূলক সিনেমা উপভোগ করতে পারবেন, তেমনি সাইবার ক্রাইম সম্পর্কে জানতে পারবেন। আমরা এর স্লোগান দিয়েছি স্টপ সাইবার ক্রাইম। ইতোমধ্যে বুকিং এজেন্টসহ সিনেমা সংশ্লিষ্ট সকলেই সিনেমাটির ট্রেইলর ও গল্প দেখে ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এ সিনেমাটি হবে বছরের শেষ চমক। তাছাড়া মৌলিক গল্প এবং নির্মাণশৈলীর কারণে দর্শক একটি উপভোগ্য সিনেমা দেখতে পারবেন। বিনোদনের মাধ্যমে সাইবার ক্রাইম সম্পর্কে তারা সচেতনও হতে পারবেন। এক নারী কিভাবে সাইবার ক্রাইমের শিকার হয় এবং এর পরিণতি কি, তা বুঝতে পারবেন। এর কাহিনী ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। প্রোডাকশন ডিজাইন সাম্য সবুর। আবহ সংগীত প্রত্যয় খান। সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ, আহমেদ হুমায়ন, আপেল মাহমুদ ও বিবেক। কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল, আরিফ, সৌরিন। সিমোটির পলি সাউন্ড, কালার গ্রেডিং, সাউন্ড মিক্সিংয়ের কাজ স¤পন্ন হয়েছে ভারতে। থ্রিলারধর্মী ভিন্ন ধারার এ সিনেমার মাধ্যমে দর্শক নতুনত্বের স্বাদ পাবেন বলে আশা প্রকাশ করছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ