প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নির্মিত হলো গোলাম সারওয়ার অনিকের রচনায় ও মো. মেহেদী হাসান জনির পরিচালনায় নাটক ‘টু-লেইট ব্যাচেলর’। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়। নাটক প্রসঙ্গে নির্মাতা মো. মেহেদী হাসান জনি বলেন, নাটকে ব্যাচলরদের জীবনযাপনের নানা ঘটনা দেখানো হয়েছে। পাশাপাশি তাদের হাস্যরসাত্মক ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। নাটকের গল্পে দেখা যায় তিন ব্যাচেলর বন্ধু ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। এক সময় তারা বাড়িওয়ালার মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ধরা খাওয়ার পর বাড়িওয়ালা তাদের না করে দিয়েছে। তারা নতুন ফ্ল্যাটের জন্য যেখানেই যায় বলে দেয়া হয় ব্যাচেলর ভাড়া হবে না। তাই তারা কোনো উপায় না পেয়ে তিনজন প্রতিবন্ধী সাজে। অবশেষে বাড়িওয়ালী রাজি হয়। বাড়িওয়ালীর চোখ ফাঁকি দিয়ে তাদের তিন মেয়ের সাথে নতুন করে তিনজনের সম্পর্ক গড়ে উঠে। নাটকটিতে অভিনয় করেছেন সিয়াম আহম্মেদ, শারলিন ফারজানা, জোভান, নাদিয়া, উজ্জ্বল চৌধুরী, ইরিন ঝড়া, সেলি আহসান, আনন্দ খালেদ, বিরহী মুক্তার ও সুমন। নির্মাতা জানান, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।