Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটঘরিয়ায় জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পইন উপলক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০১ পিএম

২০ ফেব্রুয়ারী ২০২৩ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে রবিবার(১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন কার্যক্রম নিয়ে সাংবাদিক, ঈমাম, ইউপি সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল আজিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এমওডিসি ডা: কামরুজ্জামান, আরএমও ডা: কাওসার হোসেন, পঃ প: কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ মজিবুর রহমান প্রমুখ।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার জন শিশুর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজর জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ২৭ হাজার শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে।

উপজেলায় মোট ১২১টি টিকাদান কেন্দ্রে ২৪২ জন সেচ্ছাসেবীসহ মোট প্রায় ৩শ জন মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ