Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরাকীর্তি সংরক্ষণ ও সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ দৃষ্টান্ত : চীনা প্রতিনিধি দল

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সফররত চীনা প্রতিনিধিদলের নেতা জু চেনজেন বদরউদ্দীন বলেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের পুরাকীর্তি সংরক্ষণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সারাবিশ্বের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ ও জনগণের আন্তরিক সহযোগিতারও ভূয়সী প্রশংসা করেন চীনা প্রতিনিধি দলের সদস্যরা।
চার দিনের সফরে বাংলাদেশ আসা ছয় সদস্যের চীনের আন্ত:ধর্মীয় প্রতিনিধি দলের সম্মানে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া মধাহ্ন ভোজ ও  বাংলাদেশের আন্ত:ধর্মীয় সংগঠনের দেয়া নৈশ ভোজে প্রতিনিধি দল ও চীনের ইসলামিক অ্যাসোসিয়েশনের নেতা এ কথা বলেন। ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি গতকাল ঢাকা ত্যাগ করেছে।
স্থানীয় হোটেলে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের দেয়া মধাহ্ন ভোজ ও মতবিনিময় সভায় প্রধিান অতিথি ছিলেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান ও সরকার সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বর্মায় রোহিঙ্গা হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের নেতা বদরউদ্দীন বলেন, সব হত্যাকা- নিন্দনীয়। আমরা মুসলমানদের হত্যাকা-ের বিষয়টি সরকারের দৃষ্টিতে এনেছি। চীনের সরকার মিয়ানমারের সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দিয়েছে।
মতবিনিময় সভায় আরো অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক, রিলিজিয়ন ফর পিস এর চায়না চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল মি. লু কান ও বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল সুকোমল বড়ুয়াসহ দেশবরেণ্য আলেম-ওলামার এদেশে ইসলামের আগমন ও শান্তির ধর্ম হিসেবে ইসলামের সহাবস্থানের নীতি তুলে ধরেন। পরে প্রতিনিধি দলের সম্মানে দেয়া নৈশ ভোজ ও মতবিনিময় সভার প্রধান অতিথি ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, ধর্মীয় ও সামাজিকভাবে এদেশের মানুষ অসাম্প্রদায়িক। সাংবিধানিক ভাবেও এদেশের সকল ধর্মীয় সম্প্রদায় সমান সুযোগ ভোগ করছে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের ধর্মীয় উৎসবের দিনগুলিতে সরকারি ভাবে ছুটি পালিত হয় শুনে অভিভূত প্রতিনিধি দলের নেতা জু চেনজেন বদরউদ্দীন বলেন, উৎসব পালন থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের পুরাকীর্তি সংরক্ষণ ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সারাবিশ্বের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসিআরপির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম।
এসিআরপির সহ-সভাপতি ও ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির সভাপতি আহমদ সেলিম রেজা সভা পরিচালনা করেন।
গত ২৪ ডিসেম্বর বাংলাদেশে সফরে আসা চীনের আন্ত:ধর্মীয় প্রতিনিধি দল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফীন সিদ্দীকের সাথে মতবিনিময় করেন।  প্রতিনিধি দল কুমিল্লার শালবন বিহার, মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করের জš§ ভিটা ও সম্প্রতি আবিষ্কৃত বৌদ্ধ স্থাপনা, বাসবো বৌদ্ধ বিহার, কাকরাইলের খ্রিস্টান ক্যাথলিক চার্চ, হিন্দু সম্প্রদায়ের ঢাকেশ্বরী মন্দিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ