Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমিতাভ বচ্চনের বাড়ির সামনে শ্লীলতাহানি, অটোচালক গ্রেফতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১০ পিএম

মুম্বাইয়ের জুহু এলাকায় ঘটেছে শ্লীলতাহানির ঘটনা, তা-ও আবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ির সামনে! গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০.১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বচ্চনের আবাস ‘প্রতীক্ষা’র সামনে। এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন অটোচালক। ঘটনাটি ঘটার চব্বিশ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ জুহু এলাকার ১০ নম্বর রোডের কাছে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ওই অটোচালক তার সামনে দাঁড়ান। মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন। মহিলা চিৎকার করলে অটো নিয়ে চম্পট দেন অভিযুক্ত অটোচালক অজয় ওয়াঘেলা। তারপর জুহু থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনার চব্বিশ ঘণ্টা পর অটোচালককে গ্রেপ্তার করে পুলিশ।

এরপরই শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়টি প্রকাশ্যে আসে। তাই এরইমধ্যে ঘটনাটি জেনে গেছেন অমিতাভের অনুরাগীরা। প্রিয় তারকার বাড়ির সামনে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ