Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ৩ বছর কারাভোগের পর ৪ কিশোর সহ ৩ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : ভারতে ৩ বছল কারাভোগের পর বাংলাদেশী ৪ কিশোর ও ৩ নারীকে মঙ্গলবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল চেকপোস্ট পুলিশ  ইমিগ্রেশনের ওসি ইকবাল হোসেন জানান, ভারত থেকে ফেরত আসাদের মধ্যে শাহানারা খাতুন (১৭), ফিরোজা খাতুন (৩০), ফাতিমা খাতুন (১৬),পলাশ হোসেন ১৫,সুজন মিয়া (১৩),অলোক সরকার (১৪) ও জয়চন্দ্র শীল (১৫)। তাদের বাড়ি সাতক্ষীরা, কুমিল্লা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোর রাইটস ও মহিলা আইনজীবি নামে দু’টি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে পৌঁছে দেবেন বলে তাদের গ্রহণ করেছে।
যশোর মহিলা আইনজীবি সমিতি’র এডভোকেট নাসিমা খাতুন জানান, ওই কিশোরদের এবং নারীদেরকে ভালো কাজের কথা বলে পাচারকারীরা ভারতে পাচার করে। পরে তাদেরকে ঝঁকিপূর্ণ কাজ দেয়। সেখান থেকে ভারতীয় পুলিশ অবৈধ বসবাসের অভিযোগে আটক করে আদালতে পাঠায়।
আদালতে ৩ বছর কারাভোগের পর সেখান থেকে কোলকাতার ধ্রুবাশ্রম ও লিলুয়া নামে এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।
শিশুসহ ২৮ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি
ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের পর বুধবার দুপুরে বেনাপোল বাজার থেকে শিশুসহ ২৮ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ১০ জন নারী, ১২ জন পুরুষ ও ৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছে এ ধরণের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়।
আটককৃতদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ