Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাকে নিয়ে চঞ্চলের আবেগঘন বার্তা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০২ এএম

অভিনেতা চঞ্চল চৌধুরীর ব্যস্ততা এখন দুই বাংলায়। কাজ করছেন ওপারের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নির্মিতব্য ‘পদাতিক’ সিনেমায়। এ কারণে ব্যস্ততাটা একটু বেশিই। তাই মাকেও খুব একটা সময় দিতে পারেননি এবার। মৃণাল সেন হতে চলে যেতে হয়েছে কলকাতা। কিন্তু মনটা পড়ে আছে মায়ের কাছে। এ অনুভূতি তিনি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। বেশি দিন মায়ের কাছে থাকতে পারেননি বলে আক্ষেপও করেছেন নেট মাধ্যমে।

নিজের ফেসবুকে মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার মুহূর্তের ছবি প্রকাশ করেছেন চঞ্চল। ক্যাপশনে লিখেছেন, ‘অনেকদিন পর মায়ের মুখে এমন হাসি দেখে প্রাণ জুড়িয়ে গেল। বাবা চলে যাওয়ার পর আমরা সবাই যখন শোকে ভেঙে পড়ি উল্টো আমাদের মা-ই আমাদের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিয়েছে।’

এরপর তিনি লেখেন, “আমি সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ -এর শুটিংয়ের কারণে মায়ের কাছে বেশি দিন থাকতেও পারিনি। কলকাতা চলে আসতে হয়েছে। মাঝে মাঝে ভিডিও কলে কথা বলি সবার সাথে, মায়ের সাথে। শক্তি আর শান্ত্বনা খুঁজে বেড়াই, কাজ করে চলি।”

তিনি আরও লেখেন, ‘এমনভাবে কাজের ভেতর ডুবে থাকি যে মাঝে মধ্যে ঘোর কাটে না। মনে হয় দেশে ফিরলেই তো বাবাকে দেখতে পাব। চোখের কোনায় জল জমে। আবার বাস্তবে ফিরে আসি। মা খুব সুন্দর করে ভিডিও কলে কথা বলতে পারে। মানে ফ্রেমিংটা খুব সুন্দর হয়।

এ সময় বাবাকে নিয়ে চঞ্চল লিখেছেন, ‘আর বাবা ছিল ঠিক বিপরীত। ফ্রেমিং খুব বাজে। ভিডিও কলে বাবার পুরো চেহারাটা কখনও দেখা হয়নি। কেমন ভাবে যেন ফোনটা মুখের সামনে ধরত! হয় শুধু কপাল না হয় শুধু থুতনি দেখা যেত।’

তিনি লিখেছেন, ‘প্রায়ই তার আঙুল লেগে ভিডিও বন্ধ হয়ে যেত। অনেক রাগ করতাম বাবার ওপর, কেন ভিডিও কল করা ভালোমতো শিখছে না। শেষের দিকে এসে বাবার শ্রবণশক্তিও কমে গিয়েছিল। মুখস্ত কিছু কথা বলেই ফোনটা মাকে ধরিয়ে দিত। বাবার এই টেকনিকটা আমরা ধরে ফেলেছিলাম। এ নিয়ে আমরা ভাইবোনেরা সবাই হাসাহাসিও করতাম।’

সবশেষে লিখেছেন, ‘তবে সত্য এটাই,বাবার ওই আংশিক থুতনি আর কপালও কোনোদিন দেখা হবে না ভিডিও কলে। আমি কলকাতা আর আমার মা ঢাকাতে আমার বাসায়। প্রতিদিনই ভাইবোন, আত্মীয় স্বজন মাকে দেখতে আসে। আজ সন্ধ্যায় মাকে দেখতে এসেছে খুশি, বৃন্দাবনদা, দিব্য, সৌম্য। মা সবার সাথে গল্পগুজবে,আনন্দে মেতে উঠেছে। মায়েদের মুখের হাসি মনে হয় সকল সন্তানের অন্তরেই শান্তির পরশ বুলিয়ে দেয়। মায়ের কপাল থেকে লাল টকটকে সিঁদুর মুছে গেছে সত্য তবে হাসিটুকু যেন আমৃত্যু থেকে যায়।’

‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এরইমধ্যে তিনটি লুক প্রকাশ পেয়েছে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করবেন কোরক সামন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ