Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীমঙ্গলে বাংলাদেশ-ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ-ভারত মৈত্রী সাংস্কৃতিক উৎসব। সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে শত প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। উৎসবে জনতা থিয়েটার মঞ্চস্থ করে বীরাঙ্গনা মায়া খাতুনের জীবন সংগ্রামের উপর রচিত মঞ্চ নাটক ‘মায়ার আত্মকাহন’। নাটকটির রচয়িতা সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তী। নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুল হাসান দুলন, শ্যামল আচার্য্য ও বিকুল চক্রবর্ত্তী। নাটকটিতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো এক নারীর স্বাধীনতার আগে ও পরের সংগ্রামী জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। নাটকটি পুরোটাই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ গ্রামের বীরাঙ্গনা মায়া খাতুনের জীবন সংগ্রামের বাস্তব গল্প। মায়া খাতুন বর্তমানে বসবাস করেন শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পে। নাটকটিতে অভিনয় করছেন বকুল চক্রবর্তী, সুমন বৈদ্য, চৈতালী চক্রবর্তী, ঝুমন মিয়া, সুকান্ত চক্রবর্তী, আদিল বক্স, দেব দুলাল চক্রবর্তী, মো. হুমায়ূন কবির, বর্ণ চক্রবর্তী, নাঈম আহমেদ, তপন তরপদার, গোপাল চন্দ্র রায় ও ইমন কল্যাণ দেব চৌধুরী ও মায়া খাতুন।



 

Show all comments
  • Sagar Mondal Sunny ৬ মার্চ, ২০২৩, ৫:০৩ পিএম says : 0
    ভারত - বাংলাদেশ মৈত্রী এইভাবেই চিরঅটুট থাকবে চিরকাল পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ