Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে পৃথক অভিযানে রোহিঙ্গা কিশোরসহ আটক ২

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মীরসরাইয়ে রোহিঙ্গা কিশোরসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। তাদের কাছ থেকে সাড়ে নয় লক্ষ টাকার ৩১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার হাদিফকিরহাট ও মীরসরাই সদর থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের মোহাম্মদ নুরের পুত্র মো. ইসমাইল (১৩) ও পিরোজপুরের মঠবাড়িয়া থানার জলাঘাট এলাকার মৃত নেয়ামত হাওলাদারের পুত্র মো. সবুজ মিয়া।
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হাদিফকিরহাট এলাকায় সবুজ মিয়া নামে একজনকে গ্রেফতার করে ২০২০১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে রাত ৮টার দিকে মীরসরাই সদরের হানিফ কাউন্টারের সামনে থেকে এক যাত্রীবাহী বাস থেকে ইসমাইল নামে আরেকজনকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে ১১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তারা ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলো। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৯ লাখ ৫১ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ