রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে গতকাল শনিবার দুপুরে উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামে মাঠদিবস পালিত হয়েছে। ময়মনসিংহ কৃষি অধিদফতরের খামার বাড়ির উপ-পরিচালক মো. মতিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহবুবুল হক পাটওয়ারী ও গেস্ট অব অনার সদ্য সাবেক ময়মনসিংহ জেলা প্রশাসক, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান ও কৃষিপ্রকল্প পরিচালক বৃহত্তর ময়মনসিংহের মো. জিয়াউর রহমান। মাঠ দিবস অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ। প্রধান অতিথি মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই কৃষি বিভাগের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন। যাতে কোন আবাদী জমি পতিত না থাকে। বাংলাদেশের প্রতিটি জেলায় বেশির ভাগ জমিতে প্রধান ফসল ধানসহ নানান ধরনের ফসল বাম্পার ফলন হয়ে থাকে। হরেক রকম ফসল চাষ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়ন মানে কৃষকদের উন্নয়ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।