বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো: হযরত আলীকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৮ ডিসেম্বর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ২৬ ডিসেম্বর শেরপুর বিপ্লব-লোপা বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৃণমূল নেতাদের মতামত নিয়ে যান বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সামসুজ্জামান দুদু, যগ্ম-সম্পাদক খায়রুল কবীর খোকনসহ কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ ডিসেম্বর ওই কমিটি অনুমোদন করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে জেলা বিএনপির অন্যান্য নেতাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করবে বলে সংশ্লিষ্টরা জানান। কমিটি ঘোষণার পর শেরপুর জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, মুক্তিযোদ্ধাদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতারা নবনির্বাচিত সভপাতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ মো: হযরত আলীকে অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।