Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনা সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে -প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪০ পিএম | আপডেট : ৬:৫৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে সমগ্র দেশে ব্যাপক

উন্নয়ন হয়েছে। দেশের এমন কোনো স্থান নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় এসমস্ত উন্নয়ন করা সম্ভব হয়েছে।

তিনি দেশের কোনো নিদিষ্ট অঞ্চলের কথা চিন্তা না করে সমগ্র দেশের সকল সেক্টরের উন্নয়ন করেছেন কিন্তু বিগত দিনে যারা দেশের সরকার প্রধান ছিলেন তারা শুধু নিজ নিজ অঞ্চলের উন্নয়ন করেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অনাবাদী পতিত জমি ও সমলয়ে চাষাবাদ কার্যক্রমের আওতায় কৃষক সমাবেশ এবং কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে যার ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। আমরা তাঁর নির্দেশ মোতাবেক অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের সরদার, ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, অনাবাদী পতিত জমি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু বক্তব্য রাখেন।

সভা শেষে ৫০ জন কৃষককের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

পরে মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।উল্লেখিত একইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে প্রধানমন্ত্রীর এমন নির্দেশণার পর এবার উপজেলার কান্দি ইউনিয়নে প্রায় ৪ হাজার বিঘা অনাবাদী জমির মধ্যে প্রায় ১৫শত বিঘা জমি আবাদের আওতায় আনা হয়েছে

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ