Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেরপুর জেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুল চেয়ারম্যান নির্বাচিত

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের ফলাফল বে-সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল (আনারস প্রতীক) ১০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী (কাপ-পিরিচ প্রতীকে) ৮৫ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। গতকাল বুধবার মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ওই তথ্য নিশ্চিত করেন। নির্বাচনের অপর ২ স্বতন্ত্রপ্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস (চশমা প্রতীক) ৫০ ভোট ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন (তালগাছ প্রতীক) ১৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য, মেহেরপুর ৩ উপজেলায় ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মোট ভোটার ২৬৯ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত নারী সদস্যকে । এর আগে ৩ নম্বর ও ১১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় দুটি ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ