Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মে মাসেই প্রেক্ষাগৃহে আসতে পারে ‘ময়ূরাক্ষী’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২২ পিএম

‘পদ্মাপুরাণ’ খ্যাত পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে এ বছরের মে মাসে। সেই লক্ষ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে পাঠানোর জন্য সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প গড়ে উঠেছে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। ২০২১ সালের পহেলা ডিসেম্বরে শুরু হয় সিনেমাটির শ্যুটিং। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সিনেমার সব ধরনের কাজ।

সিনেমাটি মুক্তির বিষয়ে রাশিদ পলাশ বলেন, সিনেমার সম্পাদনার কাজ শেষ হয়েছে। দুই একদিন পর সেন্সর বোর্ডে জমা দেবো সিনেমাটি। সব ঠিক থাকলে ছবিটি মে মাসের প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া হবে দেশের সিনেমা হলগুলোতে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ববি হক। তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। এতে আরও অভিনয় করছেন, সুমিত, সাদিয়া মাহি, দিপক কুমারসহ আরও অনেক। সিনেমাটি প্রযোজনা করেছে ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ