Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের সহযোগীতায় গুণগত মান নিশ্চিত করে আম রপ্তানী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মেহেরুন্নেসা পার্কে রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের সহযোগীতায় গুণগত মান নিশ্চিত করে আম রপ্তানী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল কুমার সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শরফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু হোসেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের আম চাষী শফি মল্লিক ও দামুড়হুদা আম ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক সিদ্দিকী।
সেমিনারে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা জেলার কৃষি কর্মকর্তাগণ, আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ