Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে মুসলিম উম্মাহর শান্তি কামনায় জেলা ইজতেমার সমাপ্তি

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৬ পিএম

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটামোড়ে জেলা ইজতেমা (সাদপন্থী)।

১৮ ফেব্রুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১১ টার সময় শুরু হয় আখেরি মোনাজাত। ইজতেমায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জসহ ৭ টি উপজেলার মুসল্লীরা বেশী অংশনেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও বিদেশী মেহমান সহ লাখো মুসল্লী শরিক হন। এ সময় দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ বিভিন্ন বিষয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থণা করেন মুসল্লিরা। গাইবান্ধা জেলা ইজতেমার জিম্মাদার মোখলেছুর রহমান জানান, হেদায়েতি বয়ান সহ আখেরি মোনাজাত পরিচালনা করেছেন বগুড়া জেলা তাবলীগ জামাতের সুরা সদস্য মাওলানা মুফতি মোঃ হাফেজ ওয়াজিবুল্লাহ।

এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। এতে ইজতেমা ময়দান পরিপূর্ণ হয়ে যায় লাখো মুসল্লীর উপস্থিতিতে। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর ৩দিন ব্যাপী ইজতেমায় আনুষ্ঠানিক বয়ান শুরু করেন, তাবলীগ জামায়াত ঢাকা জেলার সুরা সদস্য মাওলানা আব্দুল্লাহ।

স্থানীয় ভাবে জেলা ইজতেমার আখেরী মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ অংশ নেন।গাইবান্ধা জেলা ইজতেমাকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিলো আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থ্যা। ইজতেমা মাঠ ছিলো সিসি ক্যামেরায় আওতায়। পুলিশের কন্ট্রোলরুম থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ