Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই দিনে প্রেক্ষাগৃহে ‘পরাণ’ ও ‘হাওয়া’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩১ এএম

গেল বছরের অন্যতম আলোচিত এবং ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’। ২০২২ সালের ১০ জুলাই মুক্তি পেয়েছিল রায়হান রাফি নির্মিত ‘পরাণ’ সিনেমাটি। এর ১৯ দিন পর মুক্তি পায় মেজবাউর রহমান সুমন নির্মিত ‘হাওয়া’। এবার ফের একই দিনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা দুটি। আগামী ২১ ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি দুটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ খবরটি নিশ্চিত করে বলেন, ‘‘মূলত ভাষা দিবস উপলক্ষে স্টার সিনেপ্লেক্স জনপ্রিয় এই সিনেমা দুটি প্রদর্শন করতে যাচ্ছি আমরা। তবে শুধুমাত্র ২১ ফেব্রুয়ারিতেই দেখা যাবে ‘পরাণ’-‘হাওয়া’। এদিন সিনেমা দুটির ১৩টি করে শো প্রদর্শিত হবে।’’

তিনি আরো বলেন, ‘‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ হলিউডের ছবিগুলোও চলবে।’

উল্লেখ্য ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। অন্যদিকে ‘হাওয়া’য় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ