Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ায় ২ অজগর সাপ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

রাঙ্গুনিয়ায় লোকালয়ে বিশাল আকৃতির দু’টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পোমরা ইউনিয়নের খাঁ মসজিদ সংলগ্ন এলাকায় অজগর সাপ দু’টি এলাকাবাসী দেখতে পায়।
জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই মুল সড়কের ওপর একটি ১৫ ফুট ও অন্যটি ৭ ফুট দু’টি অজগর সাপ পথচারীরা দেখতে পায়। ব্যস্ততম সড়কে বিশাল আকৃতির সাপ অবস্থান করায় সড়কে যানবাহন চলাচল কিছুটা সময় ব্যাহত হয়। অনেক ইচ্ছুক জনতা গাড়ি থেকে নেমে ছবি ও ভিডিও করতে দেখা যায়। পরে এলাকাবাসী সাপ দু›টি উদ্ধার করে পোমরা খাঁ মসজিদের কবরস্থানে অবমুক্ত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ