প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শাকিবকে নিয়ে অপু বিশ্বাস ও বুবলির মধ্যে একধরনের ঠান্ডা লড়াই চলছে। বিশেষ করে অপু বিশ্বাস সম্প্রতি শাকিব ও তার শ্বশুর-শাশুড়ির যেভাবে প্রশংসা করছেন, তাতে বুবলির মনে আঘাত লাগাই স্বাভাবিক। তবে অপু থেমে থাকছেন না। সম্প্রতি কলকাতা গিয়ে এক সাক্ষাৎকারে শাকিব ও তার বাবা-মায়ের যে প্রশংসা করেন, তাতে অনেকে মনে করছেন, অপু-শাকিবের সংসার আবার জোড়া লাগছে। বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে অপু অনেকটা রহস্য রেখে বলেছেন, সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে শাকিব কি করেছে না করেছে, সেটা আমি জানি না, তবে ওর এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ। অপু এ কথাও বলেন, আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনো আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়। এদিকে অপু জানিয়েছেন, কয়েক দিন আগে আমি শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম। মা বললেন, ঠিক আছে আমি রান্না করছি। ফোন করে জানাও সঙ্গে কী দিয়ে রান্না করব। এরপর আমি ফোন রেখে ভুলে গেছি। হঠাৎ তিনি ফোন করে ধমক দিয়ে বললেন, এই মেয়ে, তুমি কী দিয়ে ইলিশ খাবে, জানাতে বললাম, জানাওনি কেন? এই হলো আমার শাশুড়ি। অপু বলেন, আমার জীবনে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি, তাঁরা কতটা ভালো মনের মানুষ। এখন কতটা আমাকে ভালোবাসেন তাঁরা। শাকিব ও তার শ্বশুর-শাশুড়িকে নিয়ে অপুর এমন কথাবার্তায় অনেকে মনে করছেন, আবার হয়ত তারা এক হতে যাচ্ছেন। তবে অপুর এসব কথাবার্তা ও কাণ্ডকীর্তি বুবলির ভালো লাগার কথা নয়। চলচ্চিত্রাঙ্গণের লোকজন মনে করছেন, এসব কথা বলে অপু বুবলিকে শাকিবের জীবন থেকে সরাতে চাচ্ছেন। যদি তারা আবার এক হতে চান, তাহলে বুবলি সে পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই এসব কথা বলে বুবলিকে হতাশ ও সরাতে চাচ্ছেন অপু। অন্যদিকে, অপু যেভাবে অকপটে সবকথা বলছে, বুবলি তা বলতে পারছে না। সন্তানকে নিয়ে একা আছেন। গত ১৪ ফেব্রুয়ারি পূবাইলে শাকিবের বাড়ি জান্নাতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন বুবলি। সেখানে গিয়ে ছেলেকে কোলে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। তবে সে বাড়িতে শাকিব ছিলেন না। এ থেকে চলচ্চিত্রাঙ্গণের লোকজন বলাবলি করছে, অপু যখন শাকিবের বাড়িতে যাতায়াত করছেন, বুবলি তখন ফাঁকা মাঠে ছেলেকে নিয়ে ঘুরছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।