Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরিয়ান ও বাংলা ভাষায় মিউজিক ভিডিও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

কোরিয়ান সঙ্গীতের ক্রেজ বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কোরিয়ান বিশ্বখ্যাত ব্যান্ডদল বিটিএস কিশোর থেকে তরুণদের মধ্যে ব্যাপক ক্রেজ সৃষ্টি করেছে। এতে প্রভাবিত হয়ে এখন বাংলাদেশেও কোরিয়ান ভাষায় গান করা হচ্ছে। সম্প্রতি ‘ডাকপিয়ন’ নামে একটি মিউজিক ভিডিও কোরিয়ান এবং বাংলাদেশি উভয় ভাষার নির্মাণ করা হয়েছে। গানের কথা লিখেছেন সজীব ভূঁইয়া ও জোসেফ কিম। সঙ্গীতায়োজন করেছেন আদিব কবির। সঙ্গে ছিলেন তৌফিক তামিম, কোরিয়ান ভাই এবং শেফা তাবাসসুম। ভিডিওগ্রাফি ও পোস্ট প্রোডাকশন এডিটিং করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর। সঙ্গীত আয়োজক তৌফিক তামিম বলেন, কোরিয়ায় থাকাকালীন বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করেছিলাম। কয়েকটি প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকারসহ কোরিয়ান রিয়েলিটি শোতে পারফরম্যান্স করায় কোরিয়ান রিয়েলিটি মিউজিক প্ল্যাটফরমে আমার অবস্থান তৈরিতে সহায়তা করেছিল। ওই ভিডিওগুলো কোরিয়ান এবং বাংলাদেশি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এরপর ২০১৯-এ ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার প্রথম মিউজিক ভিডিও ‘মন বসে না পড়ার টেবিলে’ প্রকাশ হওয়ার পর দর্শকদের কাছে পৌছাতে পারি। এবার ‘ডাকপিয়ন’ শিরোনামে কোরিয়ান-বাংলা মিউজিক এবং কোরিয়ায় অনুষ্ঠিত কে পপ ড্যান্সে শীর্ষ স্থান অর্জনকারী জনপ্রিয় শেফার নৃত্য সংযোজনে দর্শকশ্রোতাদের জন্য গানটি তৈরি করা হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলা এবং কোরিয়ান উভয় ভাষায় নির্মিত মিউজিক ভিডিওটি ইউটিউব ও ¯েপাটিফাইসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলিজ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ