Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

১. পাঠান
২. শিব শাস্ত্রী বালবোয়া
৩ লস্ট
৪. দ্য টেন্যান্ট
৫. ফুরসত

শিব শাস্ত্রী বালবোয়া
অজয়ন ভেনুগোপালন পরিচালিত কমেডি ফিল্ম। সিলভেস্টার স্ট্যালোন অভিনীত ও পরিচালিত রকি বালবোয়া একটি কাল্পনিক চরিত্র। বক্সার রকি অনুপ্রাণিত শিব শাস্ত্রী (অনুপম খের) একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং প্রস্টেট সমস্যায় আক্রান্ত এক প্রৌঢ়। তার বিশ্বাস রকি বালবোয়া তার জন্য বেঁচে থাকার এক দর্শন। তাই সে গঠন করেছে রকি বক্সিং ক্লাব। জীবনে সে খেলোয়াড় হিসেবে বক্সিং রিংয়ে পা রাখেনি, তবে খেলাটি রয়েছে তার মনের গভীরে। এক পর্যায়ে শিব তা ছেলে রাহুলের (যুগল হানসরাজ) সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যায়। সে তার শিশু নাতীদের তার মূল্যবোধ শেখাবার চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর থেকে সে নিজেই নিজের অনুপ্রেরণা নিয়ে জীবনধারা পরিচালনা করতে থাকে। সে তার প্রিয় উপস্থাপক রজত শর্মার উপস্থাপনায় ‘রকি স্টেপস’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ শুরু করে। কাউকে না জানিয়ে সে ফিলাডেলফিয়াতে চলে আসে এক অভিযানে। হায়দরাবাদী গৃহকর্মী এলসা জাকারিয়াকে (নীনা গুপ্তা) তার নাতনির ১৩তম জন্মদিনে অংশ নেবার সুযোগ করে দেওয়াও তার অভিযানের অংশ। এর মধ্যে বিরূপ পরিবেশে তাকে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। এক হবু গায়ক সিনামন সিংয়ের (শারিব হাশমি) সঙ্গে পরিচয় হয় যার বাবা হয়ে তার প্রেমিকা সিয়ার (নারগিস ফাখরি) বাবামায়ের সামনে অভিনয়ও করতে হয় শিবকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ