Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

১. ম্যাজিক মাইক’স লাস্ট ড্যান্স
২. অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার
৩. এইটি ফর ব্রেডি
৪. পুস ইন দ্য বুটস : দ্য লাস্ট উইশ
৫. নক অ্যাট দ্য কেবিন

ম্যাজিক মাইক’স লাস্ট ড্যান্স
স্টিভেন সোডারবার্গ পরিচালিত কমেডি ড্রামা। ‘ম্যাজিক মাইক’ (২০১২) এবং ‘ম্যাজিক মাইক এক্সএক্সএল’-এর (২০১৫) সিরিজের তৃতীয় ফিল্ম। ‘কাফকা’ (১৯৯১), ‘আউট অফ সাইট’ (১৯৯৮), ‘এরিন ব্রকোভিচ’ (২০০০), ‘ট্রাফিক’ (২০০০), ‘ওশান’স ইলেভেন’ (২০০১), ওশান’স টুয়েলভ’ (২০০৫), ওশান’স থার্টিন’ (২০০৭), ‘চে’ (২ পর্ব, ২০০৮), ‘লোগান লাকি’ (২০১৭), ‘লেট দেম অল টক’ (২০২০), নো সাডেন মুভ’ (২০২১) এবং ‘কিমি’ (২০২২) সোডারবার্গ পরিচালিত কয়েকটি ফিল্ম। মেইল স্ট্রিপার ম্যাজিক মাইক লেন (চ্যানিং টেটাম) তার পেশা থেকে দীর্ঘদিন দূরে ছিল। এর মধ্যে সে ব্যবসা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে ফ্লোরিডায় বারটেন্ডারের কাজও করেছে। এতো দীর্ঘ বিরতি র পর মাই ফিরেছে যে কাজটির জন্য সে বিখ্যাত। তার বিশ্বাস এর পরে তাকে আর এই পেশায় ফিরতে হবে না। তাকে ম্যাজিক মাইক হিসেবে রাজি করিয়েছে লন্ডনের অভিজাত নারী ম্যাক্সান্ড্রা মেন্ডোজা (সালমা হায়েক পিনো)। প্রাথমিকভাবে মাইকের মনে হয়েছিল কাজটি সরল তার নিজের মনের মত, কাজে নেমেই সে টের পেতে শুরু করে ম্যাক্সান্ড্রার রয়েছে তাকে নিয়ে অন্য পরিকল্পনা। কথা মত তাকে কি শুধু নতুন পুরুষ স্ট্রিপারদের প্রশিক্ষণ দিতে হবে না অন্য কোনও জালে পা দিতে হবে বোঝা যাচ্ছে না। শেষ পর্যন্ত সে কি বেরিয়ে আসতে পারবে সেই জাল থেকে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ