Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব পণ্যের দাম আরও বাড়াচ্ছে নেসলে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৮ পিএম

বিশ্বের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি নেসলে চলতি বছরে নিজেদের পণ্যের মূল্য আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক স্নেইডার বলেন, পণ্যের উৎপাদনে খরচ বাড়ায় এবং বাৎসরিক মুনাফায় তা নেতিবাচক ভূমিকার পূর্বানুমানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল্য কি পরিমাণ বাড়ানো হবে সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে এ মূল্যবৃদ্ধি করা জরুরি। খবর রয়টার্সের।

ভোক্তারা ইতোমধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূলস্ফীতির কারণে বিপর্যস্ত। এর মধ্যো নেসলের এ মূল্যবৃদ্ধিত তাদের আরও বিপাকে ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে গত বছর কোম্পানিটি নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি ও কিটক্যাট চকলেটের মূল্য ৮ দশমিকু ২ শতাংশ বাড়িয়েছিল। কিন্তু মূল্য বৃদ্ধির প্রভাবের সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধির ভারসাম্য তৈরি হয়নি বলে কোম্পানিটির দাবি।
সাংবাদিকদের মার্ক স্নেইডার বলেন, ২০২২ সালে মূল্য ঠিক করার পরও আমাদের গড় উপার্জন ২৬০ বেসিস পয়েন্ট কমেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো আমাদের কিছু বাজার আছে, যেখানে আমরা চড়া মূল্যস্ফীতি দেখেছি। আর চীন ও ইউরোপের মতো অন্যান্য বাজারে আরও নীরব মূল্যস্ফীতি রয়েছে।
করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের কাঁচামাল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এটি খাদ্যপণ্যের কাঁচামালের মূল্য বৃদ্ধি করেছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ