রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার নিহত গৃহবধূর বাবা বাদি হয়ে ৩ জনকে আসামি ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। জানা গেছে, উপজেলার চরহোসেনপুর গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে মো. রাকিব (২২) একই গ্রামের মোস্তাফিজুর রহমানের কন্যা নাইমা সুলতানা শিমুর (১৮) সাথে দীর্ঘ তিন বছর প্রেম প্রনয়ের পর গত ৪০ দিন পূর্বে পরিবারের অবাদ্য হয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা পার্শ্ববর্তী চরশিহারী এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকত। মঙ্গলবার রাত ৩ টায় শিমুর স্বামী রাকিব শশুরবাড়িতে অসুস্থতার খবর দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুর বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই রাকিব তার পরিবারের যোগসাজশে যৌতুকের জন্য প্রায়ই শিমুকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে রাকিব শিমুকে বালিশচাপায় শ্বাসরোধ করে হত্যা করে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, এ ঘটনায় গতকাল বুধবার শিমুর বাবা বাদি হয়ে রাকিব সহ ৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত স্বামী রাকিবকে আটক করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।