Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা মাইক্রোবাসসহ আটক ১

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীদের সহায়তায় এক ডাকাতকে আটক  করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত একটি মাইক্রোবাস পুলিশ জব্দ করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার গ্রামের স্বর্ণ ব্যাবসায়ী সুকুমার কর্মকারের বাড়িতে র‌্যাব পরিচয়ে ৭/৮ জনের ডাকাত দল প্রবেশ করে নিজেদের আইনের লোক পরিচয়ে দিয়ে ঘরের দরজা খুলতে বলে এবং ঘরে ঢোকে। ব্যবসায়ীর ঘরে জাল টাকা তৈরির মেশিন রয়েছে অভিযোগ করে  ডাকাতদল ঘর তল্লাশী করার চেষ্টা করে। বাড়ির লোকজন বাধা দিলে এক পর্যায়ে বাড়ির গৃহকর্তা বৃদ্ধ দিলীপ কর্মকারকে ঘর থেকে টেনে বের করে বাহিরে নিয়ে যায়। এতে বাড়ির লোকদের সন্দেহ হলে তারা মোবাইলের মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদারকে জানান। ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজনকে আসতে দেখে ডাকাতরা দ্রুত (ঢাকা মেট্রে-চ-১৩-৩৩৭৫) সাদা রংয়ের মাইক্রোবাসে চড়ে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে এলাকাবাসী ডাকাতদের পিছু ধাওয়া করে ও শিবচর থানা পুলিশকেও খবর দেয়। মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল নদীর উপর হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজার কাছে পৌঁছলে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ মাইক্রোবাসটি আটক করে। এ সময় গাড়ির মধ্যে থাকা ডাকাতরা দ্রুত নেমে পালিয়ে যায়। তবে গাড়ির চালক সবুজ আলীকে পুলিশ আটক করে। আটককৃত সবুজ আলী রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর গ্রামের উজ্জল আলী মন্ডলের ছেলে। জব্দকৃত মাইক্রোবাসের মালিক নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের নজরুল ইসলাম বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা বলেন , এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ এক ডাকাতকে আটক করেছে। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ