প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খানের গান ‘হারাই বহুদূরে’র মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। কিন্তু গানটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন তাহসান। কেননা এ গানের মিউজিক ভিডিওটি কোরিয়ান ব্যান্ড বিটিএসের এক সদস্যের গানের ভিডিওর নকল বলে জানা গেছে। বিটিএস অনুরাগীদের পাশাপাশি কোরিয়ার সংবাদমাধ্যমেও বিষয়টি উঠে এসেছে। এজন্য হতাশা প্রকাশ করেছেন তাহসান।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘গানটির চিত্রনাট্য নকল করা হয়েছে, সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না।’
এ সময় হাতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার জন্য খুবই হতাশাজনক, সেটিও একটি গানে যেখানে আমি মিনারের সঙ্গে কাজ করেছি। এক দশকেরও বেশি সময় আগে তার সঙ্গে আমি দুটি অ্যালবাম করেছিলাম। এ গানটিকে আমাদের দুজনের জন্যই হৃদয়গ্রাহী মুহূর্ত বলে ধারণা করা হয়েছিল।’
এ গায়ক গানটির নির্মাতাকে নিয়ে বলেন, ‘যখন আমি এ সম্পর্কে (প্ল্যাগারিজম) জানতে পারি, তখন তা আমার অনুভূতিকে সম্পূর্ণরূপে মাটি করে দেয়। আমি অবিলম্বে ভিডিও নির্মাতাদের তিরস্কার করি। আমি শুধু তাদের আমার কাছেই না, ভক্তদের কাছেও ক্ষমা চাইতে বলি।’
‘হারাই বহুদূরে’র ভিডিওটি নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ। তাহসান ক্ষমা চাইতে বললেও অস্বীকার করেছেন নাহিয়ান। তিনি বলেন, ‘এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি কোনো ভুল করিনি। এটিকে বিটিএস দ্বারা অনুপ্রাণিত একটি পরিবেশনা হিসেবে দেখা যেতে পারে। আমরা ইতোমধ্যেই প্রশ্নবোধক অংশগুলো বাদ দিয়ে মিউজিক ভিডিওটি পুনরায় আপলোড করেছি। এটি কোনোভাবেই অনুলিপি নয়।’
কোক স্টুডিও বাংলার প্রথম সিজন থেকে নকলের অভিযোগ পিছু নিয়েছে তাহসানের। সেসময় অর্ণবের সুরে দখিন হাওয়া’ শিরোনামের গান গেয়েছিলেন তিনি। গানটির সুর নকল করা হয়েছিল আমেরিকান গায়িকা ক্লাইরোর গাওয়া ‘সোফিয়া’ গান থেকে। ফের তার গানে এলো চুরির অভিযোগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।