Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের জন্য মধ্যরাতে থানায় শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম

একাধিক বিয়ে, সম্পর্ক এবং পোশাকসহ নানা কারণে সারা বছরই আলোচনায় থাকেন টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আলোচনা তার একমাত্র সন্তান ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুককে নিয়ে। এই ছেলের জন্য মধ্যরাতে থানায় পর্যন্ত যেতে হলো অভিনেত্রীকে।

ঘটনাটি ঘটে গত সোমবার রাতে শ্রাবন্তীর বিলাসবহুল আবাসনেই। সেখানকার এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান নায়িকার ছেলে অভিমন্যু। বাকবিতণ্ডার এক পর্যায়ে নাকি ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের ওপর। সেই খবর পাওয়া মাত্রই ছুটে যান শ্রাবন্তী। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তার বর্তমান আলোচিত প্রেমিক তথা ফিটনেস ট্রেনার। সেখানে গিয়ে শ্রাবন্তীও ওই ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি হাতাহাতিও লেগে যায় তাদের। সেখান থেকে আরো জটিল আকার ধারণ করে গণ্ডগোল।

এর জেরেই সোমবার মধ্যরাতে আনন্দপুর থানায় যেতে হয় শ্রাবন্তীকে। যদিও কোনো এফআইআর দায়ের হয়নি। উভয়পক্ষই আলোচনার মাধ্যমে ব্যাপারটি মিটিয়ে নেন।

দক্ষিণ কলকাতার যে বিলাসবহুল আবাসনে থাকেন শ্রাবন্তী, সেখানেই থাকেন টলিউডের একঝাঁক তারকা। পাশাপাশি সেই আবাসনে থাকেন শ্রাবন্তীর প্রাক্তন প্রেমিক অভিমন্যু নাগ চৌধুরীও। যদিও এদিন নায়িকার পাশে দেখা যায় তার জিম ট্রেনারকে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, এমনটাই খবর।

যদিও এখনো নতুন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি শ্রাবন্তী। তবে যেভাবে নায়িকার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তিনি, তাতে বোঝাই যাচ্ছে, শুধুমাত্র জিমে আটকে নেই তাদের সম্পর্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ