Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাকুয়াম্যান’-অ্যাম্বার হার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন এমিলিয়া ক্লার্ক!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে আইনি লড়াইয়ের কারণে গত বছরের পুরোটাই অ্যাম্বার হার্ড ছিলেন তোপের মুখে। শেষ পর্যন্ত লড়াইয়ে পরাজিত হবার পর তার জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে পৌঁছে। আর এবার ধাক্কা খেলেন তিনি পেশাগত ভাবে। বলাই বাহুল্য ‘অ্যাকুয়াম্যান’ ফিল্মের কুইন মেরা চরিত্রটি হার্ডকে তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে। এবার ২০১৮তে মুক্তিপ্রাপ্ত ফিল্মটির সিকুয়েল ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। বিভিন্ন সূত্র জানিয়েছে, অন্য তারকাকে কাস্ট করে হার্ডকে চিত্রায়িত দৃশ্যগুলো কাটার কথা বিবেচনা কর ছিল স্টুডিও। ফিল্ম সিরিজের ভক্তরা এর আগে সিকুয়েল থেকে তাকে বাদ দেয়ার জন্যও আবেদন করেছিল। তখন থেকেই নির্মাতারা নতুন কোনও অভিনেত্রীকে নেবার কথা ভাবছিল। সর্বশেষ জানা গেছে, জেসন মোমোয়া অভিনীত ফিল্মটিতে তার ‘গেমস অফ থ্রোন’ সহশিল্পী এমিলিয়া ক্লার্ককে নেয়া হচ্ছে। এখনও অবশ্য তেমন কিছু ঘটেনি। তবে অনেক ফ্যান আর্টে এমিলিয়া ক্লার্ককে কুইন মেরার সাজে চিত্রিত করা হয়েছে। এতে কিছুদিনের মধ্যে যদি এই ভূমিকায় তাকে নির্বাচন করা হয় তাহলে বিস্ময়ের তেম কিছু হবে না। তবে এটা প্রায় নিশ্চিত যে অ্যাটলান্টিসের রানি কুইন মেরার ভূমিকায় হার্ডকে আর নেয়া হবে না। যে ভক্তরা এমিলিয়াকে উল্লেখিত ভূমিকায় চাইছে তাদের একজন মন্তব্য করছে, আশা করি আমাদের খালিসি (গেমস অফ থ্রোন-এ তার রূপায়িত চরিত্র) এবং খাল (মোমোয়া রূপায়িত একই সিরিজের খাল ড্রোগো) আবার এক হবে। আরেকজনের মন্তব্য, নিশ্চিত করে তিনি অ্যাম্বার হার্ড থেকে আরও ভাল মেয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ