Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুহিন খানের নতুন তিন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মুহিন খানের নতুন তিনটি গান প্রকাশিত হয়েছে। গানগুলো হচ্ছে ‘রোজ বিকেল’,‘ ভ্যালেন্টাইন’ ও ‘মন বাজার’। ‘রোজ বিকেল’ গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন মুহিন খান নিজেই। ‘ভ্যালেন্টাইন’ গানটি লিখেছেন শামীমুর রহমান। সুর সঙ্গীত করেছেন মুহিন খান। ‘মন বাজার’ গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন রাজীব হোসেন। তিনটি গান এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি তিনটি প্রসঙ্গে মুহিন খান বলেন, রোজ বিকেল গানটি শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়ের লেখা। যার গান গেয়ে আমি পদ্মাপুরাণ সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। বাকী দুটি গানের কথা শামীমুর রহমান ও রাজীব হোসেনের। প্রথম দু’টি গানের সুর আমার করা। চেষ্টা করেছি সুরে এবং সঙ্গীতায়োজনে বৈচিত্র আনতে। তাছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর কাজের প্রতি দায়িত্ববোধ আরো অনেক বেড়ে গেছে। এখন আরো সচেতনভাবে কাজ করার চেষ্টা করছি। তিনটি গান তিন রকমের। এদিকে নিয়মিত স্টেজ শো’তে ব্যস্ত আছেন মুহিন খান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ