Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে ক্রীড়া প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগীতে উপজেলা ক্রীড়া সমিতির উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম,এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার উপদেষ্টা মো: শাহজাহান কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কুল-মাদ্রাসা ক্রীড়া সমিতির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। অতিথি ছিলেন- অধ্যক্ষ রফিকুল আমিন, অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, বেতাগী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম কবির, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু। অনুষ্ঠান পরিচালনা করেন, স্কাউট সম্পাদক লুৎফর রহমান স্বপন প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে ৪ দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ