বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পরে মাহাদী হাসান (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার স্ত্রী হাবিবা খাতুন (২০)। মাহাদী হাসান যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের মাওলানা নজরুল ইসলাম হেলালীর ছেলে ও ঢাকা ইয়ারপোর্ট এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী ছুটিতে গ্রামের বাড়ী ফিরছিল। নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পরে যায়। এতে স্বামী-স্ত্রী মারাত্বক আহত হয়। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাদী হাসানকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে মাহাদী হাসান ফরিদপুর হাসপাতালে মারা গেছেন এবং তার স্ত্রী আহত অবস্থায় ভর্তি রয়েছেন। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।