Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ কেমন শত্রুতা!

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামে ২ বিঘা জমির বীজতলা দুর্বৃত্তায়নের শিকার হয়েছে। জানা গেছে, পশ্চিম ছাপড়হাটী গ্রামের কয়েকজন কৃষক পাশাপাশি জমিতে বীজ বপন করে বোরো আবাদের জন্য। বাড়ন্ত বীজতলার চারাগুলো কয়েকদিন পরেই জমিতে লাগানোর কথা। কিন্তু তার আগেই গত ২/৩ দিন পূর্বে রাতের আধারে কে বা কারা পচনশীল ওষুধ ব্যবহার করে বীজতলাগুলো নষ্ট করে দেয়। এ নিয়ে বীজ তলার মালিক পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আব্দুস ছালাম অভিযোগ করে জানান, প্রতিবেশী জনৈক হায়দার আলীর সাথে দীর্ঘদিন ধরে বীজতলাসহ ২ একর জমি নিয়ে তার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হায়দার আলী ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। ইউপি চেয়ারম্যান কণক কুমার গোস্বামী ওষুধ প্রয়োগের মাধ্যমে বীজতলা নষ্টের সত্যতা স্বীকার করে জানান, এ ন্যক্কারজনক ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ