রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে কুয়েত প্রবাসী আবদার রহমান মোল্লার স্ত্রী রেহানা খাতুন স্বামীর ৭ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, হরিণাকুন্ডুর গোবরাপাড়া গ্রামের আবদার রহমান মোল্লা দীর্ঘদিন কুয়েতে রয়েছেন। এই সুযোগে তার স্ত্রী রেহেনা খাতুনের সাথে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের পোতাহাটি গ্রামের নইমুল ইসলামের ছেলে পিন্টু মিয়া পরকীয়ায় লিপ্ত হয়। দীর্ঘদিন মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে গত ২৩ ডিসেম্বর রেহানাকে নিয়ে পিন্টু অজানার উদ্দেশ্যে পাড়ি জামায়। গ্রামবাসিরা অভিযোগ করেন, ঘটনার দিন রেহেনা খাতুনকে তার শ্বশুরবাড়ী থেকে পিন্টু একটি সাদা মাইক্রবাসে তুলে নিয়ে যায়। এ সময় স্বামীর বিদেশ থেকে পাঠানো নগদ ৭ লাখ টাকা ও ১৩ ভরি সোনার গহনা নিয়ে যায় রেহানা। রেহেনার বাবা ওলিয়ার রহমান খা সাংবাদিকদের জানান, তিনি স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাস্পে অভিযোগ করেছেন। তিনি বলেন, বখাটে পিন্টু আমার মেয়েকে ফেরৎ দিলে আমি অভিযোগ প্রত্যাহার করে নেব। অন্যথায় তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করতে বাধ্য হবো। এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আই সি খাইরুজ্জামান বলেন, পিন্টু রেহেনা নামে এক গৃহবধূকে উধাও হয়েছেন বলে একটি অভিযোগ পেয়েছি। রেহেনার বাবা ওলিয়ার রহমান মেম্বর অভিযোগিটি করেন। তবে রেহেনাকে পিন্টু অপহরণ করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।