Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্কার্স পার্টি সিলেট বিভাগীয় সমাবেশ ১৮ ফেব্রুয়ারী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৭ এএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট বিভাগীয় সমাবেশ আগামী ১৮ ফেব্রুয়ারী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে গত ১১ ফেব্রুয়ারী বিভাগীয় সমাবেশের কর্মসূচী নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার।

দিনব্যাপী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। এছাড়াও পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশে সফলের লক্ষে সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানান সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দর আলী ও সাধারণ সম্পাদক ইন্দ্রাণী সেন সম্পা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ