Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিক্স প্যাক ফিরে পেতে যা করছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৯ এএম

ব্যায়ামাগারে ঘাম ঝরিয়ে সিক্স প্যাক বডি তৈরি করে থাকেন তারকারা। সম্প্রতি আরিফিন শুভকে দেখা গেছে সিক্স প্যাকে। এ নিয়ে তার অনুরাগীদের গর্বের শেষ নেই। এই যখন অবস্থা তখন জায়েদ খান জানালেন, তিনিও হতে যাচ্ছেন সিক্স প্যাকের অধিকারী। সিক্স প্যাক হতে আর মাত্র দুই প্যাক বাকি আছে তার। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে এ কথা বলেন তিনি।

সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, ‘এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। আর নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।’

সিক্স পেতে মরিয়া হয়ে পড়েছেন জায়েদ। এজন্য যা যা করণীয় সবই করছেন তিনি। এমনটা উল্লেখ করে বলেন, ‘এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

শিল্পী সমিতি সাধারণ সম্পাদক পদে জায়েদ বিজয়ী হলেও আদালতের রায়ে পদে বহাল আছেন নিপুণ আক্তার। তবে মামলা চলমান থাকায় জায়েদ এখনও আশাবাদী পদটি নিয়ে। আদালতের প্রতি শ্রাদ্ধা দেখিয়ে অপেক্ষায় আছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘ভাই আমি বাস্তববাদী মানুষ। পরিশ্রম করতে ভালোবাসি। পদ নিয়ে জোর–জুলুমের মধ্যে নেই। শেষ হাসি আমিই হাসব।’

জায়েদ খান বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি শেষ করেছেন ‌‌‌‌‌‌‘বাহাদুরি' সিনেমার শুটিং। এছাড়া শুটিং শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার। ফেসবুকে নিয়মিতই সে সিনেমার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। আরো বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ