বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা এলাকায় বুধবার সকালে সেচের পানিতে পড়ে নুসাইফা নামক দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা এলাকায় মোশারফ হোসেনের মেয়ে নুসাইফা বুধবার সকাল ১০টার দিকে বাড়ির সামনে উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশু নুসাইফাকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশ দিয়ে সেচের পানি নেয়া ড্রেনের পানিতে তাকে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারাহ্ ফেরদৌস শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অপিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।