Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ৫:৪৫ পিএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ১৫টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান পদে ৫৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শামছুল ইসলাম (আনারস প্রতীক)। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলা উদ্দিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৯৫ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনে সামসেদ আক্তার, তাহমিনা আক্তার, ফরিদা ইয়াসমীন লিকা, পারভীন আক্তার সালমা, মোছাম্মদ রোপেনা আক্তার নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ড জাফর উল্লাহ ভূঁইয়া, ২ নং ওয়ার্ড সৈকত মাহমুদ, ৩ নং ওয়ার্ড মো. তাফাজ্জল হোসেন, ৪ নং ওয়ার্ড মো. মনজুর হোসেন, ৫নং ওয়ার্ড এবি এম ইয়াহিয়া বিন জাকারিয়া, ৬নং ওয়ার্ড মো. আরিফ হোসেন, ৭ নং ওয়ার্ড মো. বদরুল আলম শ্যামল, ৮ নং ওয়ার্ড মো. বেলায়েত হোসেন, ৯ নং ওয়ার্ড মো. মাহবুবুল হক, ১০ নং ওয়ার্ড আফজাল হোসেন হাওলাদার, ১১ নং ওয়ার্ড মো. আলমগীর হোসেন, ১২ নং ওয়ার্ড মো. গিয়াস উদ্দিন, ১৩ নং ওয়ার্ড, মো. মোশারেফ হোসেন, ১৪ নং ওয়ার্ড মুহাম্মদ আমজাদ হোসেন, ১৫ নং ওয়ার্ড মোজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ