Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

বেনাপোলে অবৈধ পথে দেশে ফেরা ২৮ জন আটক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ৫:৪৪ পিএম

বেনাপোল অফিস : বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরা ২৮ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

আজ বুধবার দুপুরে বেনাপোলের লোকাল বাস স্ট্যান্ডের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। এদের সবার বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

২৬-বিজিবির বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেশকিছু নারী-পুরুষ ও শিশু ভারত থেকে ফিরে বেনাপোল থেকে (সিলেট-জ, ১১-০৬২৭) একটি বাস রিজার্ভ করে খুলনার দিকে যাচ্ছে। এ সময় বিজিবি’র টহল দলের কমান্ডার হাবিলদার মোহাম্মদ ঔরঙ্গি ফোর্স নিয়ে বেনাপোল লোকাল বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই বাসটি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে ২৮ জন নারী-পুরুষ ও শিশু আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ