বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় আব্দুল লতিফ খোকা (৪৫) নামের এক প্রবাসীকে অপহরণের পর ৭৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে।তিনি তালোড়া ইউনিয়নের দোগাছি গ্রামের কিফাত উদ্দিন আকন্দের ছেলে।
অপহরণের ১০ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করেছে তার পরিবারের লোকজন।
অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল লতিফ খোকা সৌদি আরবে চাকরি করেন। ছুটি নিয়ে এক মাস আগে তিনি বাড়ি আসেন। গত বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে তিনি দুপচাঁচিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তালোড়া রেল গেট বাজারে মোটরসাইকেল রেখে অন্য যানবাহনে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা চালক তাকে গাড়িতে তুলে নেয়। তালোড়া-দুপচাঁচিয়া রাস্তার দিকে আসার পথে চালক পান খাওয়ার কথা বলে গাড়ি থামায়। চালক নিজে পান খেয়ে তাকেও একটি পান খাওয়ালে লতিফ অজ্ঞান হয়ে পড়েন। বিকেলে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন তার হাত-পা ও চোখ বাঁধা। এরপর অপহরণকারীরা লতিফের মুঠোফোনের মাধ্যমে তার পরিবারের কাছে দুই লাখ টাকার মুক্তিপণ দাবি করে। পরে লতিফের ছেলে সালমান অপহরণকারীদের সঙ্গে দরকষাকষি করে বিকাশের মাধ্যমে কয়েক কিস্তিতে ৭৫ হাজার টাকা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহরের চারমাথা ভবের বাজার এলাকায় আব্দুল লতিফ কোকাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া থানার পুলিশকে জানালে পুলিশ থানায় নিয়ে তার জবানবন্দী নেয়।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, অপহরণের পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধারের পর পুলিশের কাছে তিনি অসামঞ্জস্যপূর্ণ কথা বলেন। অপহরণের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এটা আসলেই অপহরণ নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।