প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শাকিব খান ও শবনম বুবলির সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই। চর্চা তাদের ছেলে শেহজাদা বীরকে নিয়ে। শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান— সব কিছু নিয়েই মুখে কুলুপ এঁটেছিলেন বুবলি। গত বছর ৩০ সেপ্টেম্বর আড়াই বছরের ছেলে শেহজাদা বীরকে প্রকাশ্যে এনে তাদের সন্তানের কথা জানান বুবলি। কিন্তু তার পরই শোনা যায়, বিচ্ছেদ হয়েছে তাদের। যদিও শাকিবের বাড়িতে যাতায়াত রয়েছে ছেলে বীরের।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস উপলক্ষে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে, বীরকে নিয়ে তোলা বুবলীর ছবিগুলো শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ। ছবিতে ছেলেকে কোলে নিয়ে আদরমাখা ভঙ্গিমায় বুবলী। এসময় তাদের দুজনকেই লাল রঙা পোশাকে দেখা গেছে।
ছবির ক্যাপশনে বুবলী লেখেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।
ছেলেকে নিয়ে বুবলীর পোস্টটিতে হাজার হাজার লাইক ও শতশত কমেন্ট দেখা যায়। অধিংকাশই বীরকে দেখে খুশি হওয়ার উল্লেখ করছেন। তবে শাকিব খানের অনেক ভক্ত লেখেন, এটি শাকিবের শুটিং বাড়ি জান্নাত। এই স্থানটি অনেক সিনেমায় তারা দেখেছেন।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে বুবলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।