Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী নাট্য সপ্তাহ শুরু

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনধি | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'নাট্যে খুঁজি জীবনের মানে মিলেছি আজ নব যুগের সন্ধানে' শীর্ষক স্লোগানকে সামনে নিয়ে ৭ম বার্ষিক নাট্য সপ্তাহ শুরু হয়েছে। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে

নাট্য সপ্তাহের উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেত্রী আফসানা মিমি।

বিভাগটির সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান হীরকের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ মণ্ডল ও নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.সৌমিত্র শেখরের প্রয়াত মাতা কল্পনা দে স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ’আমরা যেহেতু ছাত্রছাত্রীদের বিদ্যা হিসেবে নাট্যকলা পড়াচ্ছি, তাহলে এ বিষয়টি নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের পরিষ্কার ধারণা থাকতে হবে। এখন শুধুই ভালোবাসা দিয়ে যুক্ত থাকা নয় বরং প্রয়োজন সুনিশ্চয়তা। তাই প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকার জন্য সুনিশ্চিত জীবনযাপনের লক্ষ্যে প্রয়োজনে একাডেমিক কারিকুলামে সিলেবাসে পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, ‘আজ থেকে ৩০ বছর আগের নাট্যকলা আর এখনকার নাট্যসকলা কিন্তু পড়া এক নয়। নব যুগের সন্ধানে যুক্ত হতে হবে। কর্মক্ষেত্র সুনিশ্চিত করতে হবে, না হলে অভিনয়ের সঙ্গে লেগে থাকার বিষয়টি বর্তমানযুগে অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। সেজন্য বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলকে ভাবতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের কাজ করতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিভগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা, সহকারী অধ্যাপক ও বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ নুসরাত শারমিন তানিয়া, সহকারী অধ্যাপক মেহেদী তানজীর, সহকারী অধ্যাপক মাজহাুরল হোসেন তোকদারসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নাট্য সপ্তাহটিতে বিভিন্ন নাটকে নির্দেশনা প্রদান করছেন। ১৪-২০ফেব্রুয়ারি পর্যন্ত চলা নাট্য সপ্তাহে ১২ টি নাটক পরিবেশন করা হবে যেখানে ১০ টি নাটকের নির্দেশনায় থাকবে বিভাগটির ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ