বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত এলাকা থেকে দুলাল হোসেন মৃধা (৪০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
দুলাল হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিন মৃধার ছেলে।
এ বিষয়ে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ আলী জানায়, জেলার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে ঐতিহাসিক আলতাদিঘী শালবন দেখতে আসেন দুলাল হোসেন। দুপুরে সীমান্তের জিরো লাইন সংলগ্ন বাংলাদেশের ২৬৮/৫এস নং পিলারের কাছে আলতাদিঘীতে গোসল করতে গেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ডাংগিবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করে।
এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।