Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০০ পিএম

কোটি টাকা আত্মসাত করার অভিযোগে খুলনার রূপালী ব্যাংক লি: বয়রা মহিলা কলেজ শাখার সিনিয়র অফিসার বাহাউ‌দ্দিন আহমমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়। আজ বুধবার দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বাহাউদ্দিন আহ‌মেদ ব্যাংকের ও্শই খায় দায়িত্বে থাকাকালীন ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৭ টি লেনদেন করেন। এ সময়ে তিনি ৮৫ লাখ টাকা বিবিধ দেনাদার থেকে ইচ্ছাকৃতভাবে উত্তোলন করেন। যা তিনি ৩১ অক্টোবর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে ৭১ লাখ টাকা ও চলতি হিসাব নম্বর ৬১২২০২০০০০০৬৩ থেকে ১৪ লাখ টাকা নিয়ে বিবিধ দেনাদার সমন্বয় করেন। পরবর্তীতে একই বছরের ৭ ও ৯ অক্টোবর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে যথাক্রমে ৯ লাখ এবং ৯ লাখ ৫০ হাজার টাকা মোট ১৮ লাখ টাকাসহ সর্বমোট ৮৯ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা, জাল ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করেন। এছাড়াও তিনি চালানে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গড়মিল করেছেন। ব্যাংক লেনদেনের সময় তিনি ওই শাখার ব্যবস্থাপক মাসুকা নাসরিন ও জোতি প্রভা রায়ের আইডি কৌশলে তাদের অজান্তে ব্যবহার করে সমুদয় টাকা আত্মসাত করেন বলে অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ